• গ্রাহক অনলাইনের মাধ্যমে ৪৯৯ টাকা রিচার্জ করলে ফ্রি ‘চলো বাংলাদেশ’ টি-শার্ট পাবেন এবং শুধুমাত্র স্টক থাকা পর্যন্ত এই অফার প্রযোজ্য হবে। তবে, জার্সি স্টক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং ৯৯৯ টাকা রিচার্জে জার্সি অফারটি এখন প্রযোজ্য হবেনা
  • শুধুমাত্র মাই জিপি অ্যাপ  ও গ্রামীণফোন ডট কম থেকে বর্ণিত অ্যামাউন্ট রিচার্জ করলে এই অফারটি উপভোগ করা যাবে ।
  • বাসায় টি-শার্ট  ফ্রি ডেলিভারি পেতে গ্রাহককে  অবশ্যই রিচার্জ করার সময় তার পূর্ণ  ডেলিভারি ঠিকানা প্রদান করতে হবে ।
  • গ্রাহক রিচার্জের ৩দিন পর গ্রামীণফোন সেন্টার থেকে টি-শার্ট  সংগ্রহ করতে  চাইলে  গ্রাহককে অবশ্যই রিচার্জ করার সময় অনলাইনে তার নিকটতম গ্রামীণফোন সেন্টারের নাম নির্বাচন করতে হবে ।
  • গ্রামীণফোন সেন্টার থেকে টি-শার্ট সংগ্রহ করার সময় গ্রাহককে রিচার্জকৃত জিপি মোবাইল নম্বর অবশ্যই সঙ্গে নিতে হবে।অন্যথায় গ্রামীণফোন ফ্রি টি-শার্ট দিতে বাধ্য থাকবে না ।
  • মাই জিপি অ্যাপ দিয়ে উল্লেখ্য অ্যামাউন্ট রিচার্জ করলে গ্রাহক একটি লিংক সহ মাই জিপি অ্যাপে নোটিফিকেশন ও এস এম এস পাবেন।  ফ্রি টি-শার্টটি পেতে সেই লিংক ক্লিক করে গ্রাহককে  তার পূর্ণ ডেলিভারি ঠিকানা প্রদান করতে হবে । 
  • রিচার্জ  করার  ৭- ১০ কার্যদিবসের মধ্যে ফ্রি টি-শার্টটি (যেটি প্রযোজ্য) গ্রাহকের দেয়া ঠিকানায় ডেলিভারি করা হবে । ঢাকার বাইরের  গ্রাহকদের ক্ষেত্রে ঈদ এর পরে কুরিয়ার করা হবে।
  • এই ক্যাম্পেইনে শুধু মাত্র ‘L’ সাইজ এর টি-শার্ট পাওয়া যাবে ।
  • রিটেইল পয়েন্ট বা অন্য কোনো প্লাটফর্ম এর মাধ্যমে রিচার্জ করলে এই অফার প্রযোজ্য হবেনা 
  • এই ক্যাম্পেইনে একজন গ্রাহক এই অফার মাত্র একবারই নিতে পারবেন ।
  • গ্রাহক রিচার্জ করার ১ মাসের মধ্যে জিপিসি থেকে টি-শার্ট সংগ্রহ না করলে গ্রামীণফোন কোনো দায়িত্ব বহন করবে না । 
  • রিচার্জ করার ১০ কার্যদিবসের মধ্যে যদি টি-শার্ট ডেলিভারি না পেলে গ্রামীণফোনকে জানাতে ইমেইল করুন: ecommerce@grameenphone.com